
বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতান্ত্রিক নিয়ম-নীতি এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর ) রাতে বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের আয়োজন এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় পৌর আওয়ামীলীগের কমিটির ও সদস্যদের মতামতের ভিত্তিতে ব্যালট পেপারে গোপন ভোটের মাধ্যমে তিন জনকে মেয়র পদে নৌকা প্রত্যাশীর জন্য নির্বাচিত করা হয়।
নির্বাচনে বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত ৪৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে প্রার্থী নির্বাচিত হয়। পর্যায়ক্রমে বুদলা লাকড়া ৫ ভোট, আমিরুল ইসলাম লিটন ৩ ভোট,কামাল হোসেন রাজ ২ ভোট পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।