দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ীরা পালিয়ে যায়, আটকে সম্ভব হয়নি।
সোমবার (৩০ নভেম্বর) মধ্য রাতে সীমান্তের চুড়িপট্টির (ক্যাম্পপট্টি) হারুন উর রশীদ হারুনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল গুলো উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর (হিলি) অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুড়িপট্টি এলাকার বিজিবি’র ক্যাম্পপট্টির হারুন উর রশীদ হারুনের বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করি।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এব্যাপারে পালাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।