মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।
পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারাব হোসেন প্রতাপ মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ মহরম (আশুরা) উপলক্ষে আজ রোববার (৩০ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor