বর্তমানে হুইলচেয়ারে একপ্রকার নির্মম জীবনযাপন করছে মোঃ রাসেল আলী বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কারিগর পাড়া গ্রামে, পিতা একজন ফল বিক্রেতা মোঃ বিল্লাল উদ্দিন ছেলে
গত একবছর পূর্বেও যেছিলো চঞ্চল একটা ছেলে পড়াশোনা ও খেলাধূলার পাশাপাশি অসহায় পিতার স্বল্পপূঁজির ব্যবসাতে কিছুটা সময় ব্যয় করতো উদ্যেশ্য ভাঙ্গাচোরা সংসারটাকে টানতে বাবাকে একটু সহযোগীতা করা,কর্মক্ষেত্র থেকে শখের বসে বন্ধুর মটরসাইকেল নিয়ে ফেরার পথে একটি দূর্ঘটনা কেড়ে নেই রাসেলের জীবনের সকল সুখ, সখের কিছু জিনিস পত্র বিক্রয়, আত্মিয়দের সহযোগীতা ও ধারকরে প্রাথমিক কিছু চিকিৎসা নিলেও দীর্ঘ ছয়মাস বিছানাগত সময় পার করেছে রাসেল, এখন হুইলচেয়ারে বসে স্বপ্ন দেখে নিজ পায়ে দাঁড়ানোর , অন্যান্য জনদের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে না পারলেও পঙ্গুত্ব জীবন ও হুইলচেয়ার ছাড়তে চায় সে ,
গতকাল আমার একজন পরিচিতো ছোট ভাই ফিজিওথেরাপিষ্ট মোঃ আবু সাইম মানিককে নিয়ে সাক্ষাতে কথা বলতে গিয়ে এমনি নানান স্বপ্নের কথা শুনি তার মুখ থেকে ,
তার নিজ পায়ে দাঁড়ানোর স্বপ্নের কথা শুনতে গিয়ে মনের অজান্তে নিজের বুকের ভেতরটা অজানা বেথায় দম বন্ধ হয়ে গিয়েছে , একটা বছর হয়ে গেল অথচ তার জন্য কিছুই করতে পারিনি , এতো দিনে পারিনি তাকে সান্তনার কোন বানি শোনাতে ,
তাকে পর্যালোচনা করে মানিক এখনো আশার আলো দেখছেন , তার পরামর্শ অনুযায়ী এখনো তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে রাসেল ফিরে পাবে তার স্বাভাবিক জীবন,
সরকারী অথবা বেসরকারী যেকোন ভালো হাসপাতালে তার অপারেশন এবং অপারেশন শেষে সাভার সি আর পিতে নিয়ে ফিজিও থেরাপির ব্যাবস্থা করতে পারলে রাসেলের স্বপ্ন পূরন হবে।
আমাদের আশ্বাস ও মানিকের পরামর্শে রাসেলের মুখে কিছুটা হাসির রেখা দেখা গেলেও পরক্ষণে তা বিলিন হয়ে যায় , চোখে কষ্টের নোনা জ্বলে প্রকাশ করে তার অসহায়ত্বের কথা , বাবা সামান্য ফল বিক্রয় করে সংসার চালান সে পড়ে রয়েছে হুইল চেয়ারে এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করা রাসেলের পরিবারের জন্য দুঃস্বপ্নের মতো ,
কিন্তু আমার কথা , এক রাসেলের মুখে হাসি ফোঁটাতে বাংলার জমিনে এখনো অনেক রাসেল বেঁচে রয়েছে , এখনো অনেক হেলালের সন্তান জীবিত , আমরা সকলে একটু চেষ্টা করলে রাসেলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারি মহান আল্লাহ তায়ালা যদি চান সকলের সহযোগীতা পেলে রাসেলের মুখে সত্যি কারের হাসি ফোটাবোই,
ডাঃ মানিকের থেকে একটা মাস চেয়ে নিয়েছি ঈদের পর রাসেলকে ঢাকাতে নিয়ে যাবো কথা দিয়েছি মানসিক মনোবল রাখো রাসেল তোমাকে হারতে দিবো না ,
কিন্তু আমার সে আশ্বাস পূরনের একমাত্র অবলম্বন ভরসা আপনার মতো এ সমাজের কিছু মহৎ ব্যক্তিদের উদার সহযোগীতা, একমাত্র আপনাদের উদারমানসিকতাই পারে রাসেলের মুখে হাসি ফোটাতে , সামনে ঈদ অনেকে যাকাত প্রদান করবেন , দাবি করে বলছি আপনার যাকাতের কিছুটা অংশ অন্তত রাসেলকে দান করুন, আপনার দানে ফিরে পাক রাসেলের মুখের হাসি ফিরে পাক ওর স্বাভাবিক জীবন মুক্তিপাক অভিশপ্ত হুইল চেয়ার থেকে , সমাজ বা পরিবারের বোঝা হিসেবে নয় একজন সুস্থ্য মানুষ হিনেবে ফিরে পাক রাসেল তার স্বাভাবিক জীবন।
যোগাযোগঃ
মোঃ সাগর হোসেন
০১৭৬১০৯৫১৫৬
Posted ১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor