দেশের বিরুদ্ধে যেকোনও ধরনের অপপ্রচার, বিশেষ করে সন্ত্রাসবাদ সম্পর্কিত মিথ্যা মন্তব্য ঠেকানোর বিষয়ে দৃঢ় মনোভাব নিয়েছে দৌলতপুর উপজেলার আওয়ামী লীগ । গতকাল ০৮/০৪/২০২১ ইং বৃহস্পতিবার বিকেল ৫টার সময় দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ত্র্যাডঃশরীফ উদ্দীন রিমন এর নিজ অফিসে। হেফাজতের মিথ্যাচার ঠেকাতে দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ্যাড, শরিফ উদ্দিন রিমনের আহ্বানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্র্যাডঃ নজরুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক কুষ্টিয়া শ্রমিক লীগ,মোঃ আক্তার হোসেন সাবেক সহ প্রচার সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, মোঃ এ,কে,এম,ফজলুল হক চেয়ারম্যান ফিলিপনগর ইউনিয়ন, মোঃআসমত আলী মাষ্টার, মোঃগোলাম জাকারিয়া, ডাঃ গিয়াস মাষ্টার, মো আসলাম হোসেন, ত্র্যাডঃ মির্জা আলম রিগান সাবেক ছাত্রলীগ নেতা, ত্র্যাডঃশাওন,মোঃজুলফিকার আলী সুমন সাবেক জেলা ছাত্রলীগ কুষ্টিয়া, মোঃ আলাউদ্দীন, মোসাঃমারুফা ইয়াসমিন,ত্র্যাডঃ আয়শা সহ দৌলতপুরের এক অংশ এবং আগামি ১২/০৪/২০২১তারিখ বিকেল ০৫টার সময় দৌলতপুর হেফাজতের অপপ্রচার এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার কথা ও বলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ত্র্যাডঃ শরীফ উদ্দীন রিমন।
Posted ৩:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor