আকরাম হোসেন, দৌলতপুর প্রতিনিধি।
৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন বাসীর দাবি হাজ্বী মোঃ হুমায়ুন কবির ভাই হবে আমাদের চেয়ারম্যান। যিনি মেধাবী,সৎ,স্পষ্টভাসি, সুপরিচিত, সু-শিক্ষিত এবং পারিবারিক পরিচিতির বাইরেও তার নিজের ব্যাপক একটা পরিচিতি আছে, ইউনিয়ন+ দৌলতপুর উপজেলা সহ জেলাতে। শিক্ষিত, সামাজিক, সচেতন, পরিবর্তন চাওয়া ভোটারদের ১ম পছন্দ নাম হাজ্বী মোঃ হুমায়ুন কবির ভাই”। যাকে সবাই ভালোবাসেন ও সম্মান করেন।
হাজ্বী মোঃ হুমায়ুন কবির তিনি সমাজ এর অবহেলীত মানুষের কান্ডারী”! তিনি অন্যায় করেন না,অন্যায় সয্যও করেন না””! হোগলবাড়িয়া ইউনিয়নের মানুষের সাথে কথা বলে জানা যায়, হাজ্বী মোঃ হুমায়ুন কবির ভাই নিরবে নিভৃতে মানুষের জন্য সবসময়ই কাজ করেন। মানুষের বিপদ আপদে হাজ্বী মোঃ হুমায়ুন কবির সব সময় নিজের সর্বোচ্চ বিলিয়ে সহযোগিতার করেন।
এবং অকৃত্রিম ভালবাসা দিয়ে হাজ্বী মোঃ হুমায়ুন কবির ভাই মানুষকে আপন করে নেন। হাজ্বী মোঃ হুমায়ুন কবির ভাইকে যারা চেনে জানে তারা তাকে অনায়াসে ভালবেসে ফেলেন। হাজ্বী মোঃ হুমায়ুন কবির ভাই স্বভাবজাত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ। তাই ইউনিয়ন বাসীর দাবি এবার চেয়ারম্যান হিসেবে হাজ্বী মোঃ হুমায়ুন কবির ভাইকে দেখতে চাই।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor