রুমন বিশ্বাস
দৌলতপুর উপজেলার শ্যামপুর মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে এক কিশোর গত কাল দুপুর ২:৩০ মিনিটে নিখোঁজ হয়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৯ নং ওর্যাডের শরিষাডুলি গ্রামে মোঃ নুররুজ্জামানের ছেলে (১৭)মোঃ নাবিদুল হাসান (রানা) গত কাল দুপুর ২ টা ৩০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শরিষাডুলি মাথা ভাঙ্গা নদীতে গোলস করে নেমে পানিতে ডুবে যায়।
এলাকার সূত্রে জানা যায় শরিষাডুলি গ্রামে মোঃ নুররুজ্জামানের ছেলে (১৭)মোঃ নাবিদুল হাসান (রানা) নদীতে গোসল করতে নেমে গিয়ে ডুবে যায়।
এলাকা বাসী তাকে অনেক খোঁজাখুজি করার পরে নিখোঁজ ব্যাক্তিকে এখনো পাওয়া যায়নি।
পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালাচ্ছে।
পুরো ১ঘন্টা খুজাঁখুজির পরেও ডুবুরি দল তাকে উদ্ধার করতে পারেন নি। তারা জানান আগামী কাল ভোর (৫)টা থেকে আমরা আবার খুজাঁখুজির কাজ চালাবো।
আজ বিকেল ৫ টার সময় মাথা ভাঙ্গা শ্যামপুর পারঘাটা নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্র রানার খুলনা থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করেছেন।
Posted ২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor