কুষ্টিয়া প্রতিনিধি
২৮টি মনোনয়নপত্র উত্তোলন হলেও জমা পড়েছে ৯টি
কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে ঐক্যের সুর
প্রতিবেদক : সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া-জেইউকের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৪ এর গতকাল কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ৯টি পদের বিপরীতে ২৮ টি মনোনয়নপত্র বিক্রি হলেও গতকাল জমা পড়েছে ৯টি পদের বিপরীতে ৯টি মনোনয়নপত্র। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নির্বাচনকে ঘিরে ঐক্যের সুর সৃষ্টি হয়েছে। ২৮টি মনোনয়নের প্রধানদের নিয়ে ৯টি মনোনয়ন চূড়ান্ত করেন প্রার্থীরা। ঐক্যমতের প্যানেল হিসাবে সব প্যানেল ভেঙ্গে একটি প্যানেল তৈরী করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক নওশাদ আলী, সদস্য আফরোজা আক্তার ডিউ ও জাহিদুল ইসলাম ডন মনোনয়নপত্র গ্রহণ করেন। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি পদে কামরুন নাহার খোকন, সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক পদে রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ পদে ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক পদে ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা পদে চাঁদ আলী, সাংস্কৃতি, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর খাঁন মনোনয়নপত্র জমা দেন। এসময় যারা মনোনয়ন উত্তোলন করেছিলেন তারাও সাথে থেকে সমর্থন, শক্তি ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।।
Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor