মোঃ গোলাম কিবরিয়া (জিবন)
আসন্ন ইউপি নির্বাচন বহলবাড়ীয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মীর আবু সাজ্জাদ (সাজু)।
মিরপুর উপজেলাধীন বহলবাড়ীয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পছন্দের প্রার্থী নির্বাচনের আলাপ আলোচনা বিচার বিশ্লেষনে এলাকার হাট- বাজার, চায়ের দোকান সর্বত্রই ভোটারদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
উদারচিত্তে আস্থাশীল, জনদরদী সর্বপরী, যোগ্য নেতৃত্ব নির্বাচনে ইউনিয়ন বাসীর আশা আকাংহ্মা ও সফলতার প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা ইউনিয়নের নানা শ্রেণি পেশার সাধারণ জনগোষ্ঠীর। চেয়ারম্যান পদপ্রার্থীর ক্ষেত্রে সুযোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মীর আবু সাজ্জাদ (সাজু) এক দৃষ্টান্ত উদাহরণ সৃষ্টি করেছেন জনসমর্থনে শীর্ষ স্থানে উত্তম চিন্তা চেতনা সম্পূর্ণ উদার চিত্তের জনদরদী এই সমাজসেবক গরিবের বন্ধু কে চেয়ারম্যান হিসাবে পেতে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
সারেজমিনে ঘু্রে এলাকার সাধারন জনতার সাথে কথা বলে জানা যায়, অন্যায়ের বিরুদ্ধে – ন্যায়ের পক্ষে সদা অবিচল ব্যক্তিত্ব বর্তমান বহলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মীর আবু সাজ্জাদ (সাজু) এলাকার ধর্মীয় শিক্ষা ,জনকল্যাণ মূলক বিভিন্ন প্রতিষ্ঠানের তার ব্যাপক অবদানে নানা মহলে প্রশংসীত।
এলাকার প্রায় প্রতিটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নতি সাধনে সমাজ সেবায় নিবেদীত প্রাণ এই মানুষটির পৃষ্টপোষকতা সুদিক নির্দেশনা উল্লেখ করার মতো। অসহায় গরীব দুঃখী মানুষের সাহায্য- সহযোগিতা দানে তিনি পরোপকারী ও আন্তরিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত। করোনা ভাইরাসের দূর্যোগ কালীন সময়ে ফ্রন্ট লাইন যোদ্ধা রুপে কাজ করে ইউনিয়ন বাসীর নিকট আলোচিত হয়ে ওঠেন তিনি।
নিজ প্রচেষ্টায় ইউনিয়নের অনেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল খাদ্য সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ হাতে তাদের বাড়িতে পৌঁছে দেন তিনি।
কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফ যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখা ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হালিম-এর দিকনির্দেশনা অনুযায়ী তার সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।
রাজনৈতিক অঙ্গনেও চেয়ারম্যান পদপ্রার্থী মীর আবু সাজ্জাদ (সাজু) একটি সুপরিচিত সচেষ্ট নেতৃত্বের নাম।
২০০১ সালের পরে বিএনপির ও তত্বাবধায়ক সরকার আমলে দলের দুঃসময়ে নানা প্রতিকুলতা মোকাবেলা করে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখেন ।
ইউনিয়নের নানা শ্রেণি -পেশার জন গোষ্ঠীর নিকট তার গ্রহন যোগ্যতা আর জনপ্রিয়তা ব্যাপক। যার ফলে আসছে ইউ,পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জন দরদী ব্যক্তিত্ব মোঃ মীর আবু সাজ্জাদ (সাজু) কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী
Posted ৩:৪৬ অপরাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)