তৃতীয় ধাপের দিনাজপুরের হাকিমপুর পৌর নির্বাচনের প্রতিক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রতিক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিক ঘোষণা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন,
দিনাজপুর জেলা সিনিয়র রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, দিনাজপুর অতিরিক্ত রিটার্নিং অফিসার কামরুল ইসলাম।
এসময় দিনাজপুর সিনিয়র রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক হাকিমপুর পৌর নির্বাচনের ৪ জন মেয়র প্রার্থীর প্রতিক ঘোষণা করেন, নৌকা মার্কা জামিল হোসেন চলন্ত, ধানের শীষ মার্কা সাখাওয়াত হোসেন শিল্পী, হাতপাখা মার্কা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুরুজ আলী শেখ ও নারিকেল মার্কা স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন।এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন ও সাধারণ কাউন্সিলর ৩০ জনের নাম ঘোষণা করেন তিনি।