প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ ডেস্ক
৩৯ বীর মুক্তিযোদ্ধাকে সচিব পদমর্যাদা দেয়ার নির্দেশ হাইকোর্টের
বিসিএস ক্যাডারভুক্ত ৩৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সচিব পদমর্যাদার সুযোগ সুবিধা ও পদ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এরফলে এই ৩৯ জন মুক্তিযোদ্ধার অবসরকালীন ভাতা পেতে আর কোনো বাধা থাকলো না।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা ই রাব্বী।
এর আগে ২০১৩ সালে পদোন্নতি বঞ্চিত মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তা মো. সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম, মো. খলিলুর রহমানসহ ৩৯ কর্মকর্তা হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে আদালত ওই বছর রুল জারি করেছিলেন।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)