৫ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকল কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া চিনিকল সংলগ্ন বাইপাস সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, চলতি আখ মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। তা’না হলে কোন চিনিকল চালাতে দেওয়া হবে না।
পাশাপাশি তারা শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের পাওনা টাকা পরিশোধের দাবিসহ ৫দফা দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আখচাষী ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতু, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও নুরুল ইসলাম সুরুজ প্রমুখ।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor