দৌলতপুর প্রতিনিধি
৯ নং রিফাইতপুর ইউনিয়ন আ’ লীগ নেতা-কর্মীদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বাবলুর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
দৌলতপুর উপজেলার ৯ নং রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সহ সভাপতি ও রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বাবলু প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন।
২১ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকার সময় ঝাউদিয়া বাবলু বাজারে নিজ অফিস সংলগ্ন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু।
তিনি বলেন যে আমি দুই দুইবার রিফাতপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব থাকা অবস্থায় দলের জন্য আমি প্রাণপণ দিয়ে লড়েছি আবারও আমাকে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি করায় কুষ্টিয়া উন্নয়নের রূপকার জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ ভাইকে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই ও শুভেচ্ছা জানাই ৭৫ কুষ্টিয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা এমপি, উপজেলা চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন সহ গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দর।
সভায় বক্তরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রিফাইতপুরকে কাঙ্খিত উন্নয়ন ও রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের শক্তিশালি দূর্গ গড়ে তোলার আহবান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ভিশন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ বাবলু বলেন, এলাকায় অনেক ক্ষেত্রে চাহিদামত উন্নয়ন হয়নি। রাস্তা ঘাটের উন্নয়ন, মাদক,চাঁদাবাজ,সন্ত্রাস,দূর্নীতি মুক্ত সমাজ গঠন ও মানুষের অধিকার আদায়ে কাজ করবো।রিফাইতপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। তাই জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন ঘটাতে আমি দলের মনোনয়ন পাব বলে আশা রাখছি।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor