আফগানিস্তানের হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৫ তালেবান নিহত হয়েছে।
অঞ্চলটির গভর্নর জানান, খাম জিয়ারত এলাকায় তালেবানের গুরুত্বপূর্ণ ৬ কমান্ডারের অবস্থান রয়েছে এমন খবরেই অভিযান চালানো হয়।
নিহতদের মধ্যে কতজন তালেবানের সদস্য তা জানা যায়নি। তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।
এ হামলা মুক্তি পাওয়া তালেবানদের স্বাভাবিক জীবনযাপন বাদ দিয়ে আরও একবার অস্ত্র হাতে নিতে বাধ্য করবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে। আলজাজিরা