ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন –অনিক আহসান
২০২০ কে বিদায় জানিয়ে ২০২১ কে স্বাগত জানানোর মধ্যদিয়ে সর্বস্তরের জনগণকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম-বোট ঢাকা মহানগর উত্তর সদস্য-সচিব অনিক আহসান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন দিনের নতুন আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য নতুন প্রানে বাজাও বাদ্য জীবন গানে কাটুক আঁধার আলোর স্পর্শে । মেতে উঠুক মন নতুন বর্ষে । *** শুভ ইংরেজি নববর্ষ ***
নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গিকার। সকলকে শুভ নববর্ষ।