গত ১লা আগষ্ট রাত ৯.৩০টায় সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় । এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান , আশরাফুল আলম , মোঃ শহিদুজ্জামান , মোঃ রাসেল , মোঃ আজম খান , জুয়েল রানা , মোঃ সুমন আলি , মোঃ বিপুল , মোঃ পলাশ , মাসুদ সহ অনেকে । এই দূর্যোগ সময়ে এলাকাবাসীর জন্য আজকের মিটিং কিছু সিদ্ধান্তগুলো গৃহিত হয়:
১। অক্সিজেন সিলিন্ডার , অক্সিমিটার , মাাস্ক , গ্লাভস , স্যানেটাইজিং আনুসাঙ্গিক ক্রয় করার জন্য ফান্ড কালেকশন
২। নতুন কমিটি শিঘ্রই করা হবে , যারা এলাকার জন্য কাজ করতে চাই এমন ব্যক্তিগন কমিটির সভাপতি আসাদুজ্জামান , সম্মানিত উপদেষ্টা হাবিবুর রহমান ভাই , রাসেল , আজম , টগর ও লিটনের সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে ।
Posted ১১:৪০ অপরাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor