প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৯:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মত্যু

গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের ১১ জন ছিলো করোনা পজিটিভ আর ৬ জন ভর্তি ছিলো করোনার উপসর্গ নিয়ে।
বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম প্রতিদিনের কুষ্টিয়া কে বলেন, কুষ্টিয়া হাসপাতালে ১০ জন এবং কুমারখালীতে বাড়িতে ১ জন মারা গেছেন।
হাসপাতালের করোনা ওয়ার্ডের সেবিকা ইনচার্জ দীপ্তি রানী বলেন, করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন এমন আরো ৬ জন মারা গেছেন। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৭৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৭ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৮৭ জন
Copyright © 2025 protidinerkushtia.com. All rights reserved.