১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ (116145) মনিরামপুর, যশোর এর Zoom meeting, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয় যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মো: আমীর আলী খান (সাবেক সভাপতি ও শিক্ষাবিদ ) এবং সভাপতিত্ব করেন বাবু বিমল চন্দ্র রায় (দাতা সদস্য )। প্রতিষ্টানেের সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। বর্তমান সভাপতি স্যার জনাব Engineer নজরুল ইসলাম খান বিশেষ কারণে ঢাকায় অবস্থান করাতে তিনি ভিডিও বার্তার মাধ্যমে মহান শোক দিবসের উপর গভীর শোক প্রস্তাব করেন। উপজেলা শিক্ষা অফিসার জনাব বিকাশ চন্দ্র সরকার জুম মিটিংয়ের মাধ্যমে সার্বিক খোঁজ খবর নেন। অধ্যক্ষ জনাব মো: শামসুল হক অনুষ্ঠানে উপস্থিত সকলস্তরের জনগণের পক্ষ থেকে মহান জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরার একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।