প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২০, ৫:১৪ অপরাহ্ণ
যশোরে গাঁজাসহ নারী আটক

যশোরে গাঁজাসহ আটক সুফিয়া বেগম নামে এক নারীকে আজ ২৩ আগস্ট রোববার দুপুরে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন তাকে এই দণ্ড প্রদান করেন। সুফিয়া বেগম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী। যশোরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই সুকুমার কুন্ডু জানান, দুপুরে শহরের ঘোপ সেন্ট্রাল রোড থেকে ওই নারীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ পুরিয়া গাঁজা উদ্ধার হয়। পরে সুফিয়া বেগমকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বিচারক তাকে উল্লিখিত দণ্ড প্রদান করেন।
Copyright © 2025 protidinerkushtia.com. All rights reserved.