জাতির পিতার যে স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই চেতনা বাস্তবায়নে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের অনন্য ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো সংগঠক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে সি আর দত্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, দায়িত্বপালন করেছেন। রণাঙ্গনে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।