শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক একটি কার্গো ট্রাকে কাগজের কার্টুন এর মধ্য থেকে গাঁজা উদ্ধার,আটক-২

নিজস্ব প্রতিনিধি

রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক একটি কার্গো ট্রাকে কাগজের কার্টুন এর মধ্য থেকে গাঁজা উদ্ধার,আটক-২

রাজশাহী বিভাগীয় ডিএনসি’র গোয়েন্দা টীম কর্তৃক একটি কার্গো ট্রাকে কাগজের কার্টুন এর মধ্য থেকে গাঁজা উদ্ধার,আটক-২


রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কামারপাড়া বড়াইল নামক স্থানে নওগা হতে রাজশাহী গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে বড়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে ব্যবহৃত পুরাতন কার্টুন বহনকারী একটি টাটা কার্গো ট্রাকের (খোলা) কাগজের কার্টুনেররএর মধ্য থেকে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।বুধবার (৬ সেপ্টেম্বর)মোহনপুর থানাধীন কামারপাড়া বড়াইল নামক স্থানে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দারা।গ্রেফতার মাদক কারবারির নাম ঠিকানা- ১/ আব্দুর রহিম (৩৭),পিতা মৃত সৈয়দ আলী প্রামানিক, মাতাঃ মোসাঃ রহিমা বেগম,সাং- চকফরীদ কলোনী খুলুপাড়া থানা বগুড়া সদর জেলা বগুড়া।
২/মোঃ তানভীর (২২),পিতা- মোঃ মজিবুর রহমান, মাতা মোসা নাজু,সাং-শাজাহানপুর পূর্ব পাড়া (কাগজী পাড়া),থানা শাজাহানপুর, জেলা- বগুড়া।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার চৌকশ অভিযানিক দল সংগ্রীহিত তথ্যের মাধ্যমে দীর্ঘ ৪ দিন নজরদারির পর সংবাদ পায় রাজশাহী মহাসড়কের পূর্ব পার্শ্বে বড়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে ব্যবহৃত পুরাতন কার্টুন বহনকারী একটি টাটা কার্গো ট্রাক (খোলা) যার রেজিঃ নং ঢাকা মেট্রো ট ১৩-২৪৩১,চেসিস নং -MAT395022F28189,11-85.914510511.63477070 তল্লাশী করে চালকের সিটের পিছনে কেবিনে রক্ষিত স্থান থেকে উদ্ধার অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এক মাদক ব্যবসায়ী মাদক নিয়ে জাচ্ছে,পরে তল্লাশি করে উল্লেখিত বর্ননা মোতাবেক ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানিক দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উল্লেখিত অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপ-পরিচালক জিল্লুর রহমান,উপস্থিত ছিলেন,
বিভাগীয় স্টাফ উপ পরিদর্শক জনাব মোঃ মোসাদ্দেক হোসেন,সহকারী উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ,সহকারী উপ পরিদর্শক জনাব মো: শাহজাহান আলী,সহকারী উপ-পরিদর্শক জনাব মোঃ বায়েজিদ হোসেন,সিপাই জনাব মোঃ গোলজার রহমান,সিপাই জনাব হাবিবা খাতুন এবং গাড়ী চালক মোঃ মুনসুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং টিম।
অভিযান শেষে রাজশাহী মহনপুর থানাতে উক্ত অভিযানের উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১)সারণির ক্রমিক নং ১৯(গ), ৩৮ ও ৪১,ধারায় মামলা রুজু করেন।মামলা নং-০৫,তারিখ-২৯/০৮/২০২৩,এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন,মাদক কারবারিরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন রুট ব্যবহার করছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার রেইডিং টীম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমরা দায়িত্বপ্রাপ্ত এলাকা তথা সারাদেশ মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী যেই হোক না কেনো,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


Posted ৩:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!