প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুরঃ- দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার আব্দুল রহিম মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। রোববার দুপুর ১২ টায় দক্ষিন বাসুদেবপুর চুড়িপট্টি গ্রামে তার নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
তিনি ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক জনতাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ কাজ করেছেন। এছাড়াও তিনি হাকিমপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিশনার ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ছিলেন।
তার ছেলে রাজু আহম্মেদ জানিয়েছেন, কয়েকদিন আগে ওনার শরীরে ও বুকে ব্যথা হওয়ার কারণে টেস্ট করা হয়। সেই অনুযায়ী চিকিৎসা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
প্রবীণ সাংবাদিক ও পৌর কমিশনার আব্দুর রহিম মন্ডল মৃত্যুতে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু সহ সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Copyright © 2025 protidinerkushtia.com. All rights reserved.