দীর্ঘ জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই আজ এ ঘোষণা দেন সর্বশেষ গত বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলা ‘ক্যাপ্টেন কুল’। অনেকেই বলছিলেন, এবারের আইপিএলে ভালো করে তিনি আবারও জাতীয় দলে ফিরবেন। কিন্তু সব কিছু এককথায় শেষ করে দিলেন ধোনি।
এক বছর ধরে অবসর নিয়ে কোনো কথা না বললেও ৩৯ বছর বয়সী ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান আজ সন্ধ্যায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ । ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে গ্রহণ করুন।’
অবসর ঘোষণার বার্তায় একটি ভিডিও জুড়ে দিয়েছেন ধোনি। যাতে ফুটে উঠেছে তাঁর ১৫ বছরের ক্যারিয়ার। একটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, একটি চ্যাম্পিয়নস ট্রফি জিতে ধোনিই ভারতের সফলতম অধিনায়ক। টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আকস্মিকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়লেন আচমকা এবং খুব অসময়ে। তবে ইতিমধ্যেই তিনি আইপিএল দল চেন্নাইয়ের অনুশীলনে যোগ দিয়েছেন।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque