দৌলতপুর প্রতিনিধি, প্রতিদিনের কুষ্টিয়া
ঈদ আনন্দে হাসি ফুটুক সবার মাঝে এই স্লোগানে অনলাইন ভিত্তিক সেবামূলক সংগঠন VOICE OF PHILIPNAGAR এর উদ্যোগে ১৩৫ টি পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ফিলিপনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। VOICE OF PHILIPNAGAR সংগঠনটি ২০১৫ সাল থেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
ইতিপূর্বে VOICE OF PHILIPNAGAR কর্তৃক পরিচালিত কার্যক্রম সমূহের মধ্যে- প্রতিবছর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কন্টেস্ট,কুইজ আয়োজন ও পুরস্কার বিতরণ, শীতকালীন অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ, গুণীজন সংবর্ধনা (অবসরপ্রাপ্ত শিক্ষক), করোনাকালে বিনামূল্যে রোগী পরিবহণ সেবা, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষদের সহযোহিতা প্রদান এবং অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান প্রমুখ উল্লেখযোগ্য।
Posted ৮:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)