মোঃ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
কুষ্টিয়ার কুমারখালীতে অগ্রিম টিকেট বাবদ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রোজিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এছাড়াও ভাড়া বাবদ অতিরিক্ত নেওয়া অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়। গতকাল সোমবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
এসময় এম এ মুহাইমিন আল জিহান বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘন করায় একই আইনের ৮০ ধারায় বর্নিত শাস্তির আওতায় রোজিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অতিরিক্ত অর্থ নেয়া যাত্রীদের ভাড়ার অতিরিক্ত অংশ ফেরত দেওয়ানোর ব্যবস্থা করা হয়।
অন্যান্য পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য অনুরোধ এবং সচেতন করে তিনি আরো বলেন,জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor