গল্প বা কল্পনায় নয়, দেখা হবে সাফল্যের মঞ্চে দৌলতপুর অনলাইন প্রেসক্লাব।
আমি/আমরা সংবাদ মাধ্যম কর্মী ব্যক্তিগত ভাবে কারোর সাথে আমার/ আমাদের কোন বিরোধ নেই, কারোর চরিত্র হনন করারও কোন উদ্দেশ্য নেই ।
তবে আমার/ আমাদের কাজ হলো দুর্নীতিবাজদের মুখোষ উম্মোচন করা! তিনি যত ক্ষমতাবান হন।
“ব্যক্তি স্বার্থ-এ দালালী নয়, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে দৌলতপুর অনলাইন প্রেসক্লাব তাদের কাংক্ষিত লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে চলেছেন। জয় হউক অনলাইন সাংবাদিকদের । জয় হোক দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor