রকিবুল ইসলাম, গাংনী প্রতিনিধি।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় গৃহীত চলাচলে অক্ষম দশ প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।এসময় তিনি বলেন, অন্যান্য কর্মসূচি তারই আদলে আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে প্রতিপাদ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় অসচ্ছল প্রতিবন্ধী অক্ষম দের পাশে যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আজকে আমরা যে সকল ব্যক্তি চলাচলে অক্ষম সেই সকল ব্যক্তিদের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করেছি।
এর আগেও আমরা বিভিন্ন অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ করছি।তিনি আরও বলেন এই দশটি ট্রাই সাইকেল-ই শেষ নয়, আগামী তে আরও বিতরণ করা হবে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম।
Posted ৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor