যশোরের শাশা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়ি পুকুর এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সি ডিল সহ ১ মাদক বয়াবসায়ী মহিলাকে আটক করেছে বাগআচড়া পুলিশ তদন্ত কেদ্রের পুলিশ।
ইংরেজি ১২/৮/২০ তারিখ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর এলাকা থেকে শাহানারা ২৮ নামে এক মহিলা মাদক ব্যাবসায়ীকে ৫০বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করা হয়।
আটককৃত শাহানারা শার্শা উপজেলার লাউতড়া গ্রামের শুকুর আমীর মেয়ে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এর অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন আটকৃত মহিলা মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ এর মধ্যে কোট আদালতে প্রেরন করা হবে
তবে উল্লেখ্য উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের একটিতে সাজা সহ আরো ৬ টি মাদক মামলা বিচারাধীন আছে।
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque