স্মাইল ফর অল কুষ্টিয়া একটি সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। যারা বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় তাঁরা গত মঙ্গলবার দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের “কাশেফুল উলুম হাফেজিয়া কওমীয়া মাদ্রাসা ও লিল্লাহি বোডিং” এর এক’শতাধিক ছাত্রের দুপুরের খাবারের আয়োজন করেন।
অনুষ্ঠানটি সফল ভাবে বাস্তবায়ন করতে সহোযোগিতায় করেছেন,জনাব মজিবুর রহমান স্যার, প্রধান শিক্ষক দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি উপজেলা শিক্ষক সমিতি এবং জনাব তানজিন হাসান শাহিন স্যার, প্রভাষক দৌলতপুর কলেজ, যুগ্ম-আহ্বায়ক অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাক্কীর আহমেদ, ভাইস চেয়ারম্যান, দৌলতপুর উপজেলা পরিষদ ।
জনাব মহিউল ইসলাম মহি, চেয়ারম্যান দৌলতপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আকাশ বিশ্বাস, কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, পরিবেশ বিষয়ক সম্পাদক আরজু রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সানভি রহমান, সংগঠনের মরিচা ইউনিয়ন শাখা আহ্বায়ক জনাব জিবন ইসলাম, সদস্য মো. আলমগীর।
উপস্থিত ছিলেন দৌলতপুর শাখার কার্যকরী সদস্য মো. তারিক হাসান, আলিফ মাহমুদ, মাহমুদুল হাসান রনি, মো. জাফর ইকবাল, মশিউর রহমান মিলন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন স্মাইল ফর অল দৌলতপুর শাখার আহ্বায়ক মো. মাহাবুল আলম তামিম।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্মাইল ফর অল দৌলতপুর শাখার যুগ্ম-আহ্বায়ক নাহিদ মাহমুদ শিমুল ।
স্মাইল ফর অল দৌলতপুর শাখার আহ্বায়ক মো. মাহাবুল আলম তামিম জানান ইদে স্বেচ্ছাসেবকেরা প্রায় ৩০/৩৫ কেজি মত কুরবানির মাংস নিজেদের পরিবারের থেকে জমিয়ে রেখেছে। উদ্দেশ্য ছিলো চিলমারীর বন্যার্তদের জন্য খাদ্য মজুদ রাখা। আলহামদুলিল্লাহ আমাদের চিলমারি ইউনিয়ন এখন পর্যন্ত বন্যার আলামতের বাইরে।
তাই মাংসের বিকল্প ব্যবস্থা হিসেবে ছিলো মাদ্রাসার এই প্রোগ্রাম।
গত রবিবারে স্মাইল ফর অল মরিচা ইউনিয়ন শাখার উদ্যোগে “মাজদিয়ার নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসায়” প্রায় অর্ধশতাধিক ছাত্রের দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সকলের সহযোগীতায় আরো এগিয়ে যাবে স্মাইল ফর অল (এসএফএ) এর সকল সামাজিক কাজ।
Posted ১:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor