মারুফা ইয়াসমিন সুরভী
আজ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন।বীরের জাতি হিসেবে আত্নপ্রকাশ করার দিন।
বরাবরি কুষ্টিয়ার দৌলতপুরের স্বনামধন্য স্কুল আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে খুব জাঁকজমকপূর্ণ ভাবে এবং নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিবসটি উদযাপন করা হয় কিন্তু এইবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরে বিজয় দিবসটি পালন করা হয় ।
৪৯ তম বিজয় দিবস উপলক্ষে বরাবরের মতো বিদ্যালয়ে সকাল ৮.৩০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়েই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান শুরু হয় এবং দোয়া মাহফিলের মধ্য দিয়েই অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুল ইসলাম, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের স্কাউট দলসহ আরো অনেকেই।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor