ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন –হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
২০২০ কে বিদায় জানিয়ে ২০২১ কে স্বাগত জানানোর মধ্যদিয়ে দৌলতপুর উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্চা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও আল সালে লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড কো অডি নেটের হাজ্বী মোঃ হুমায়ুন কবির ।
শুভেচ্চা বার্তায় তিনি বলেন, নতুন দিনের নতুন আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য নতুন প্রানে বাজাও বাদ্য জীবন গানে কাটুক আঁধার আলোর স্পর্শে । মেতে উঠুক মন নতুন বর্ষে । *** শুভ ইংরেজি নববর্ষ ***
নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গিকার। সকলকে শুভ নববর্ষ।
শুভেচ্ছান্তে
হাজ্বী মোঃ হুমায়ুন কবির
চেয়ারম্যান পদপ্রার্থী ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor