কুষ্টিয়া জেলা প্রতিনিধি বেনজির পারভীন
কুষ্টিয়ার ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমানের নিদেশে চুরি যাওয়া পাখি ভ্যানসহ এক চোরকে আটক করেছে ইবি থানা পুলিশ।আজ দুপুরে কুষ্টিয়া সদর উপজেরার আইলচারা ইউনিয়নের বল্রবপুর বাজার থেকে চুরাই ভ্যানসহ চোরকে আকট করা হয়।এস আই আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে ভ্যানের আসল মালিক কে এ রিপোট লেখা পর্যন্ত জানা যায়নি। আশিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভ্যান ও চোরকে আটক করতে সক্ষম হই।এব্যাপারে একটি মামলা হয়েছে যার নং-১১,তারিখ ৩০-৮-২০২০ইং, চোরকে চালাল করা হয়েছে বলে তিনি আরো জানান।
Posted ২:০১ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque