মোঃ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
আড়ং ডেইরী চ্যানেল আই বাংলার গান ২০১৬ এর চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী শারমিন আক্তার এবার তার ভক্তদের জন্য “ডাক দিলে করবো না রাও” মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন,যার গাওয়া গান ব্যাপক প্রশংসা কুড়ায়।
বৃহস্পতিবারে তার কন্ঠে গাওয়া গান রিলিজ হতে যাচ্ছে। এ পর্যন্ত অনেকগুলো স্টুডিও অ্যালবাম ভক্তদের উপহার দিয়েছে এই কন্ঠশিল্পী শারমিন আক্তার এবং আরও ৮টি মৌলিক গানের কাজ চলছে।
শারমিন আক্তার প্রতিদিনের কুষ্টিয়া প্রতিবেদক কে বলেন,
আমার কন্ঠে গাওয়া গান “ডাক দিলে করবো না রাও” ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবারে রিলিজ হতে যাচ্ছে, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল শারমিন গ্যালারিতে সন্ধ্যা ৭ : ০০টায় দেখতে পারবেন। “ডাক দিলে করবো না রাও” গান।
গানটির কথা করেছেন জনপ্রিয় গুণী গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় শাকির দেওয়ান, গানটির মিউজিক কস্পোজিশন করেছেন, আলামিন আলী এবং ব্যবস্থাপনা ছিলেন শ্রদ্ধেয় হুমায়ুন সরকার।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor