সাকিব হাসান কুমারখালী
সাকিব হাসান,কুমারখালী
সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা।সেই ধারাবাহিকতাই সাংস্কৃতিক নগরী খ্যাত কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ছাতিয়ান গ্রামের যুব সমাজের উদ্যোগে ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে বৃহস্পতিবার ইউনিয়নের ছাতিয়ান ও দক্ষিণ যদুবয়রা মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান সাবু,,আব্দুল কাইয়ুম, মোঃ শামীম হোসেন, আবু সরাজ, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসান মাহমুদ, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তুষার ইমরান প্রমুখ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন গান্ধী।
পড়ন্ত বিকেলে গ্রাম অঞ্চলের এই হারিয়ে যাওয়া খেলা দেখতে ভিড় জমান হাজারো জনতা।দর্শনার্থীরা জানান এসব খেলাধুলা এক সময় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে বহন করত। তাই মাঝেমধ্যে এইসব খেলার আয়োজন করা উচিত।
Posted ৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
protidinerkushtia.com | editor