কুষ্টিয়ায় আ’লীগ নেতা মাঝরাতে পরকিয়া করতে গিয়ে আটক : অতঃপর গণধোলাই
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ১১ নং চরসাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঝরাতে অন্যের স্ত্রীর ঘর থেকে হাতে নাতে আটক এলাবাসির কাছে ধরা পরে।তাদের মধ্যে দীর্ঘ দিন পরকিয়ার প্রেমের সম্পর্ক ছিলো বলে জানান এলাকাবাসী। এলাকা সূত্রে জানা যায়,কুমারখালি উপজেলার ১১নং চরসাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান উকিল (৪৮) কে নারি কেলেস্কারিতে মাঝরাতে এলাবাসির জনগন আটক করেছে।সে চরসাদীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আজিজুল হক পেশকারের ছেলে। ঘটনা সূত্রে,জানা যায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান উকিলের গ্রামের বাড়ি থোে মাত্র এক কিলোমিটার দুরে দুরে গোবিন্দপুর গ্রামের বিপুলের স্ত্রী একসন্তানের জননী লবানী (৩০) এর সাথে প্রায় দীর্ঘ দিন ধরে তার পরকিয়ার প্রেমের সম্পর্ক ছিলো।প্রায়ই সে লোকচক্ষুর আড়ালে গভীর রাতে লাবনীর বাড়িতে যাওয়া আসা করত এবং একান্ত সময় কাটাত।সে প্রায় দুই বছর যাবত লাবনীর সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছে বলে ও এলাকাবাসী জানান। এদিকে বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সোমবার ২২ মার্চ দিবাগত রাত ৯ টার দিকে আতাউর রহমান উকিল কে লাবনীর ঘরে প্রবেশ করে যৌন কর্মে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী হাতেনাতে আটক করে।
এই ঘটনায় চরসাদীপুর ইউনিয়নে চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়ছে। এলাকাবাসি বলেন তার মত একজন নেতার এই ধরনের অপকর্ম মেনে নেওয়া যায় না। এছাড়া তিনি আগামি ইউপি নির্বাচনে নির্বাচন করার কথা ছিলো। চরসাদীপুর বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব, তোফাজ্জল হোসেন মুটোফোনে বলেন,তার মতো একজন আওয়ামীলীগ নেতার পক্ষে এমন কাজ করা উচিত হয়নি।আমি ইউনিয়ন সভাপতি তার বহিষ্কার দাবি করছি সেই সাথে এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor