কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণ করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের চৌধুরী। সদর উপজেলা পিআইও সাইদুর রহমান । শহর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান পাভেল উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু খাদ্যের মধ্যে গুঁড়া দুধ, চিনি, সুজি, রয়েছে। দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ পরিবারগুলোকে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।
এ সহযোগিতায় বিভিন্ন খাদ্য সামগ্রী থাকলেও শিশুদের জন্য কোনো খাবার ছিল না। সে লক্ষ্যে শিশুদের পুষ্টি নিশ্চয়তায় শিশু খাদ্য বিতরণ করা হয়।
Posted ১২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor