কুষ্টিয়া শহরে ত্রিমোহনী বাইপাসে সড়ক দুর্ঘটনায় মেজবার মন্ডল (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজবার মন্ডল (৬০) জুগিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া বিটিসিতে ডিউটি শেষ করে বাই সাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সবজি ট্রাকের নিচে পড়ে যান তিনি। এতে মেজবার মন্ডল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে সবজি ট্রাকটি পালিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচাজ আবুল কালাম সংবাদিক কে বলেন খবর পেয়ে মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। খুব দ্রুতভাবে সিসি ফুটেজের মাধ্যমে ট্রাকটি আটকের অভিযান চলছে।
Posted ১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor