বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত।

কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত।

করোনা পরিস্থিতির কারণে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস সীমিত পরিসরে পালন করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন।


এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতর ও সংগঠন।

সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আঃ কাঃ মঃ. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি , দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম।

সকাল ৯টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের  সংসদ সদস্য এ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি  ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।


সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি ।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হায়দার আলী, কাওছার আলী, আব্দুস সোবহান এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক। এসময় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর। সংবর্ধনা সভা পরিচালনা করেন, প্রভাষক শরীফুল ইসলাম। এছাড়াও বাদ জু’মা উপজেলা পরিষদ জামে মসজিদে দিবসটি উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও. মো. আব্দুল জলিল।


এছাড়ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সীমিত পরিসরে পালন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা হয়। এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও জেলার অন্যান্য উপজেলাতেও সীমিত পরিসরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মার্চ ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!