বেনজীর পারভীন
কুষ্টিয়ার মিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পোড়াদহ এলাকা থেকে এক নারীসহ ৩জনকে আটক করেন আহাম্মদপুর ক্যাম্প ইনচার্জ এস আই ইব্রাহীম ও সঙ্গীয় ফোর্স, তাদের বাড়ী পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ এলাকার একুব্বার আলীর পুত্র ফারুক হোসেন আফু, বরিয়ার সরো মালিথার পুত্র আসাদুল এবং নারী বারুইপাড়া ইউনিয়নের মৃত আব্দুল লতিফের স্ত্রী শিউলি খাতুনকে।
অপর অভিযানে নিয়মিত মামলার আসামি মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার আমির উল্লাহ’র পুত্র এনামূল হককে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন মিরপুর থানার এসআই পার্থ শেখর ঘোস ও সঙ্গীয় ফোর্স।
এ দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম’র নির্দেশে থানার এসআই মুন্সি মাহফিজুর রহমান, এএসআই গোলাম কাউছার ও সঙ্গীয় ফোর্স মেহেরপুর জেলার গাংনি উপজেলার গাংনি বাজারের পাশে থেকে সোমবার (২৪-০৮-২০২০) দুপুরে হাসিবুর রহমানকে আটক করেন ।
তার বিরুদ্ধে -সি/আর ২৩৬/১৭ এবং সি/আর ৭৮/ও ১৯ মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ছিল হাসিবুল রহমান। তার বাড়ি মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার আব্দুল আজিজ”র পুত্র হানিবুল রহমান। আটকৃতদের কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করেন মিরপুর থানার পুলিশ
Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque