কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ছাত্রলীগ নেতা আলী হোসেনসহ ৮জনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আলী হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের বাড়াদী গ্রামের বজলুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন দৌলতপুরের রুবেল শেখ, ভেড়ামারার রাজা ও রুবেল আলী, ঈশ্বরদীর বিজয় কুমার হালদার ও নুরুজ্জামান, মিরপুরের তাজমহল ও কয়ার সবুজ শেখ।
জানা গেছে, দীর্ঘদিন যাবত সুলতানপুর বেলতলা নামক স্থান থেকে আলী হোসেন ড্রেজার দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ টার দিকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে নৌ পুলিশ ।
এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছিল একটি চক্র।গোপন তথ্যের ভিত্তিতে রাত ১ টার সময় আসামীদের বালু উত্তোলন অবস্থায় ড্রেজারসহ গ্রেফতার করা হয়।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)