কুষ্টিয়ায় ঈদুল আযহা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও কুষ্টিয়া জেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ জুলাই মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাদ্বয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঈদুল আযহা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও কুষ্টিয়া জেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে অনুষ্ঠিত জেলা কমিটির এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।