তৌকির আহমেদ কুষ্টিয়া প্রতিনিধি।
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে ।
৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ডিসি কোর্ট চত্বরে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনিক আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
পরপরই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব, আসলাম হোসেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব, আতাউর রহমান (আতা) সাধারণ সম্পাদক কুষ্টিয়া শহর আওয়ামী-লীগ
Posted ৩:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor