কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক সহ ০২ জন ভুয়া র্যাব সদস্য গ্রেফতার।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল অদ্য ০৯ মার্চ ২০২১ ইং তারিখ ১২:০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জয়পুর গ্রামস্থ জনৈক জুয়েল সাজী এর চায়ের দোকানের পার্শ্বে ইটে সলিং রাস্তার উপর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ বোতল ফেন্সিডিল, যাহার মূল্য অনুমান (০২x৪০০)=৮০০/- (আটশত) টাকা, ইয়াবা ট্যাবলেট-২৬০ পিচ, যাহার অনুমান মূল্য (২৬০x৩০০)=৭৮,০০০/- (আটাত্তর হাজার) টাকা, হেরোইন-২৮ গ্রাম, মূল্য অনুমান ৫৬০০০/- (ছাপান্ন হাজার), হ্যান্ডকাপ-০১টি, ভ‚য়া র্যাব আইডিকার্ড-০১টি, মোটরসাইকেল-০১ টি সহ ০২ জন ধৃত আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা-মোঃ ফতে আলী শেখ, সাং-সাতবাড়ীয়া, ২। মোঃ রাজু আহম্মেদ (৩৩), পিতা-মোঃ আসাদ মোল্লা, সাং-দক্ষিণ ভবানীপুর, উভয় থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া দৌলতপুর থানায় মাদক সহ অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। ব্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor