দৈনিক করতোয়া ও দৈনিক ডেল্টা টাইম ও উৎসব টেলিভিশন কুষ্টিয়া জেলা প্রতিনিধির কুষ্টিয়া অফিস ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে চৌড়হাস বড় পুকুর পাড়ে অফিস ভেঙে কম্পিউটার বিভিন্ন মালামাল টাকা জরুরি কাগজ পত্র চুরি করে নিয়ে যায়।
এ বিয়যে কুষ্টিয়া সদর থানায অবহিত করলে এস আই জাহাঙ্গীর সরে জমিন তদন্ত করে। এ বিষয়ে অজ্ঞাত ব্যাক্তির নামে মামলার প্রস্ততি চলছে। চৌড়হাস মাদক বিক্রিতাও মাদক সেবন কারি চোর সংখ্যা অসখ্য হারে বেড়ে গেছে। এখনি অতিব জরুরি প্রসাশনের পদক্ষেপ। তা না হলে একদিকে যেমন মাদক বিক্রিতা অন্য দিকে মাদক সেবন কারি চোরের সংখ্যা বেড়ে যাচ্ছে।
যেখানে সাংবাদিক দের অফিসে চুরি সেই এলাকে তে সাধারণ মানুষের কি অবস্থা আছে তা সাধারণ মানুষের ভেবে দেখার বিষয।চৌডহাস মোড়ে ঈদের পর এ ছানোর দোকানে ভেঙে প্রায ১ লক্ষ টাকার মত মালা মাল চুরি হয়ে। এভাবে প্রতিনিয়ত চৌডহাস চুরি ঘটনা ঘটছে। আর এভাবেই মাদক বিক্রিতা মাদকসেবন কারি ও চোর ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
Posted ৬:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor