কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ১৮ লিটার অ্যালকোহল রেক্টিফাইড স্পিইড সহ আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভাংড়া পাড়া গ্রাম থেকে বিকাস দাস (৩৫ ) নামক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এলাকা সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় কুমারখালী উপজেলার ভাংড়া পাড়া গ্রামের মৃত পফুল্ল দাস এর ছেলে বিকাস দাস (৩৫ ) তার বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় “ক” সার্কেল কুষ্টিয়া এর পরিদর্শক বেলাল হোসেনের এর নেতৃত্বে ১৮ লিটার অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী বিকাসদাস (৩৫)কে গ্রেপ্তার করে। এই ব্যাপারে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮ তারিখ:৩০ /১২/২১ একটি নিয়মিত রুজু করা হয়।
মাদকদ্রব্য কর্মকর্তা বেলাল হোসেন জানান মাদক কারবারিদে সঙ্গে কোন আপোস নেই এই অভিযান চলমান থাকবে।
Posted ২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor