নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩টন চিনি গায়েব। স্টোরকিপার বরখাস্ত, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: রাকিবুর রহমান খান জানান, গত বৃহস্পতিবার ঘটনাটি টের পাওয়ার পর গুদামে মজুদকৃত চিনির স্টোক মিলালে ৫৩টন চিনি কম পাওয়া যায়।
যার বাজার মুল্যে প্রায় ৩২লাখ টাকা। এই ঘটনায় গুদামের স্টোর কিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) কল্যান কুমার দেবদাসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান কল্যান কুমার দেবনাথ বলেন, কীভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত তা বের করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি।
Posted ১০:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)