নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি হিসেবে জিটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহেল রানাকে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন উল্লাহকে সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি তুহিন খন্দকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আগামী ৩ বছরের জন্য টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের অন্যান্য নেতৃত্ব যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি এনটিভি কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার,কোষাধ্যক্ষ মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন খন্দকার, দপ্তর সম্পাদক চ্যানেল টিওয়ান কুষ্টিয়া প্রতিনিধি নাব্বির আল নাফিজ, প্রচারও প্রকাশনা সম্পাদক বিজয় টিভি কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, সমাজ কল্যান সম্পাদক রূপান্তর টিভি কুষ্টিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলা টিভির প্রতিনিধি ওমর ফারুক।
নির্বাহী সদস্যরা হলেন, নিউজ ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি জামিল হাসান খান খোকন,আরটিভির ষ্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, ৭১ টিভির কুষ্টিয়া প্রতিনিধি শাহিন আলী, গ্লোবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল, উৎসব টিভির কুষ্টিয়া প্রতিনিধি ইউসুফ মাহামুদ, এমটিভির হাফিজুর রহমান জীবন। আগের কমিটির সভাপতি নিউজ ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি জামিল হাসান খান খোকন এবং সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল নতুন কমিটিকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন। কুষ্টিয়া প্রেসক্লাব এর ফারুক আহমেদ পিনু মিলানায়তনে মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উইমেন্স জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ ও অনলাইন ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস।
Posted ১২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)