র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৯ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৫.১৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক মোঃ ফেরদৌস কারিগর এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল-৩৬ পিচ, যাহার আনুমানিক মুল্য অনুমান ৩৬০০০/-(ছত্রিশ হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, নগদ-৩৫০০/- টাকা সহ ০১ জন আসামী আসামী মোঃ আসাদুজ্জামান @ লিপ্টন (৩০), পিতা-আব্দুল হামিদ, সাং-বিলগাতুয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ২:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor