সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়া মিরপুর উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামারুল আরেফিন, আলহাজ্ব এড. আব্দুল হালিম সভাপতি উপজেলা আওয়ামীলীগ, আবুল কাশেম জোয়ার্দার ভাইস চেয়ারম্যান, মোছাঃ মর্জিনা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, হাজ্বী এনামুল হক মালিথা মেয়র মিরপুর পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, মোঃ আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, চেয়ারম্যান প্রতিনিধি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম, আহম্মদ আলী সাধারণ সম্পাদক উপজেলা জাসদ, সাবেক কমান্ডার মোঃ নজরুল করিম, সঞ্জয় কুমার ওসি তদন্ত, মোঃ রহুল আমিন ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রমুখ। পরে এতিমখানায় এতিমদের মাঝে উপজেলা প্রশাসন মানসম্মত খাবার বিতরণ করেন।
এছাড়াও শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ ও উপজেলা জাসদ দিনব্যাপী অনুরুপ কর্মসূচী পালন করেছে।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor