কুুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে অনুপ নন্দী প্যানেল। ইতোমধ্যে বেসরকারীভাবে জানা গেছে অনুপ নন্দী প্যানেলে সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী পেযেছেন ৫৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পেয়েছেন আমজাদ আলী খান পেয়েছেন ১০ ভোট। অনুপ প্যানেলে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোসাদ্দেক আলী মনি পেয়েছেন ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খন্দকার ইকবাল মাহমুদ পেযেছেন ২৫ ভোট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল।
অনুপ নন্দী প্যানেল থেকে ইতোমধ্যে সহ-সভাপতি প্রার্থী জহুরুল হক চৌধুরী রনজু, আলী হাসান মন্টা, মোঃ মকবুল হোসেন লাবলু ও সেখ সুলতান আহমেদ, যুগ্ম-সম্পাদক প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তনু ও খন্দঃ সাদাত-উল আনাম পলাশ এবং কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ লিয়াকত আলী খান বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor